সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

জামালপুরে ছাত্রলীগ নেতার পিতাকে মারধরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া

সামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৬৬২ বার দেখা হয়েছে

মেলান্দহে ছাত্রলীগের নেতার পিতাকে মারধরের ঘটনায় মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায় ২৪ মে রাত ৮ টা দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নের পুর্ব ছবিলাপুর গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত আহম্মেদ বাবুর পিতা ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতা জমশেদ আকন্দ( ৫৬)কে পুর্বের পারিবারিক কলহের জের ধরে  উভয় পক্ষের মাঝে  হাতা- হাতির ফলে   ইউনিয়ন ছাত্রলীগের পিতা আহতের ঘটনা ঘটে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান আলতাব জানান, ছাত্রলীগ সভাপতির পিতা সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ছিলো এবং রিফাত আহম্মেদ বাবু বর্তমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তাদেরই বংশের নিকটতম আত্মীয়  ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম বাবলুদের দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিলো।কয়েকদিন আগে বাবলুদের ঘরের উপরে ঝুলে থাকা বাবলুদের কলা গাছের পরো ছরি / বাধা রিফাত পেরে নিয়ে গেলে একটা কলহ হয়। এটা তাদের পারিবারিক দীর্ঘদিনের কলহ।দলের কোন ইস্যু বা  আমরা দায় দায়িত্ববহন করতে রাজি না।

এবিষয়ে  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত আহম্মেদ বাবু মুঠো ফোনে অভিযোগ করে বলেন, আমরা পিতাকে ও আমাকে পুর্বপরিকল্পত ভাবে হত্যায় উদ্দেশ্যে  ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমানের ছেলে বাবলু, রাজু নেতৃত্বে হামলা করে।  আমার পিতা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

এলাকাবাসী জানান, আহত জমশেদ আলী একজন কলহপ্রিয় লোক। সে প্রায় সময় ঝগড়া বিবাদ নিয়ে থাকে। তার ছেলে ছাত্রলীগের সভাপতি হওয়ায় এখন জমশেদের কলহ ও ফটকামি আরো বেশি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা জানান, পারিবারিক বিষয় দলে না টানাই ভালো। যদি তারা দলের নাম ভাংগিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা  ঘটায় তাহলে দলের জন্য ক্ষতিকর হবে।

মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য  ঘোষেরপাড়া ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান মো: ওবায়দুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন-  এই ইউনিয়নে আমি ১৫ বছর এক টানা মেম্বারি করেছি। ১০ বছর যাবৎ চেয়ারম্যানি করছি। ইউনিয়নের ৮৫% জনগন আমাকে প্রাণ দিয়ে ভালবাসে ও সমর্থন করে। একটি কুচক্রী মহল আমাকে হেয় করার জন্য আমার নামে, আমার ছেলেদের নামে মিথ্যা আপবাদ দিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের লেখালেখি ও ব্যঙ্গ করে কার্টুন,ছবি নামে- বেনামে পোস্ট দিয়ে  আসছে।

যার ফলশ্রুতিতে আমার ছেলেরা  কাউকে ইঙ্গিত না করে বাড়ীর পাশে বাজারে ফেসবুকের বিষয়টি নিয়ে কথা বলে বাড়ী চলে যায়। এতে করে রিফাতদের লোকজনের গায়ে লাগে। রাগান্বিত হয়ে রিফাতে লোকেরা বের হয়ে এসে হট্রোগোল বাধায় এই হট্রোগুলে কার হাতে জমশেদ চাচা আহত হয় জানিনা। তবে আমি ছিলাম না এবং ছেলেরা বাড়ীতে ছিলো। ঘটনার কথা আমাকে ও আমার বড় ছেলে বাবলু কে ফোনে জানানো হয়। জমশেদের ছেলে রিফাতদের  বক্তব্যে’ এ আমাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা মাত্র এবং একদল লোক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

দেশ যুগান্তর/আরএইচ

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102