সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার আ’লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই: রুহুল আমিন ভূঁইয়া কমলনগরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, মালামাল লুট, প্রাণনাশের হুকমি গণতন্ত্র হত্যা দিবসে পিরোজপুরে গণসমাবেশ করবে জামায়াত ইসলামী রায়পুরে সুপারী পাড়া নিয়ে  বিরোধে, হামলায় ৫ জন গুরুতর আহত ‎

১৫ হাজার টাকা ঘুষ নিয়েও কিশোরকে মাদক মামলায় জড়ালো এস আই মজিবর

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

নুরুল আমিন ভূঁইয়া দুলাল, নিজস্ব, প্রতিবেদক:
১৫ হাজার টাকা ঘুষ নিয়েও এক কিশোরকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের দাসের হাট ফাঁড়ি থানার  এস আই মজিবুর রহমানের বিরুদ্ধে।

যানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কুশাখালী পঞ্চায়েত বাড়ির ঐ কিশোর ১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে পাশ্ববর্তী ছিলাদি গ্রামে  ঘুরতে যায়।

এসময় তার প্রতিবেশি বাবলুর(৪০) সাথে দেখা হলে তারা দোকানে চা খায়। বাবলু ও তার সঙ্গী মিরাজের সাথে মাদক কারাবারে জড়িত করিম ও সোহাগের বাক বিতন্ডা দেখা দিলে তারা বাবলু, ও মিরাজকে  আটক করে মারধর করে।

পরবর্তীতে ঐ কিশোরকেও তাদের সাথে বেঁধে বেধড়ক পিটায়।  এসময় তাদের কাছে ৬ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মাদকসহ পুলিশের হাতে তুলে দেয়ার ভয় দেখায়।

এসময় তারা দাশের হাট ফাঁড়ি থানার পুলিশের এস আই মুজিবুর রহমানকে ফোন দিলে তিনি ঘটনাস্থল পশ্চিম ছিলাদি গিয়ে তাদের আটক করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় চা দোকানি জহির ও তার ছেলে রিপন হোসেন জানান, এসময় মিরাজের কাছে এক পুরিয়া গাঁজা ছিলো বলে তারা দেখতে পায়।

পরবর্তীতে তাদের দাশের হাট ফাঁড়ি থানায় এনে ঐ কিশোরের   পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবী করেন এস আই মজিবুর রহমান। ছাত্রের বাবা জিহাদ মেহেদী হাসান  গাড়ির চালক হওয়ায় তিনি এত টাকা অপারগতা জানান।  এসময় তার চাচার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েও তাকে ১৫০ গ্রাম গাঁজাসহ কোর্টে চালান করে জেল হসজতে পাঠান এস আই মজিবর। পরবর্তীতে তাকে জামিনে ছাড়িয় নেন তার বাবা। ঘটনার পর থেকে  লোক লজ্জায় ঐ কিশোর ছাত্র বাড়ি থেকে বের হতে পারছেনা।

তাদেরকে আটক করা সোহাগ,  ও স্থানীয় চা দোকানি জহির জানায় এসময় মিরাজ,( পিতা আঃ রহিম সাং শহর কসবা) তার কাছে ছোট এক পুরিয়া গাঁজার মত তারা দেখতে পায়।

অন্যদিকে পুলিশ তাদের ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সাজিয়ে  একইদিন আদালতে মামলা দায়ের করে যাহার নং ১৫/১৪-১১-২০২২ইং।

এ ঘটনায় ঐ ছাত্রের পিতা জিহাদ মেহেদী হাসান বলেন, আমার নাবালক ছেলেকে মাদক কারবারি সাজিয়ে পুলিশ মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। এতে সে মানসিক ও সামাজিক ভাবে হেনস্তার শিকার।

এ ঘটনায় বিচার চেয়ে আমি লক্ষ্মীপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে এস আই মজিবুর রহমান বলেন, গাঁজাসহ তিনজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছিল। তাদের কাছে গাঁজা পাওয়া গেছে যার ভিডিও ফুটেজ আছে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার তারেক বিন রশিদ( পিপিএম) সাথে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102