লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন সময়ে হারানো মোবাইল উদ্ধার করে মূল মালিকের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।
থানা সুত্রে জানায়, জেলার পুলিশ সুপার তারেক বিন রশিদ পিপিএম এর নির্দেশনায় অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার’র নেতৃত্বে এবং থানার অফিসারদের সার্বিক প্রচেষ্টায় গেল মাসে সাধারণ ডায়েরী মূলে হারিয়ে যাওয়া ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের এ ধরনের দ্রুত সেবা প্রদানকে আইনশৃঙ্খলার উন্নতি বলে মনে করছেন সেবাগ্রহীতারা।
এ বিষয়ে অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার জানান, গত এক মাসে হারানো ৩টি
মোবাইল ফোন উদ্ধারে সফল হয়েছে রায়পুর থানা। ইতোমধ্যে মোবাইল ও মোটরসাইকেল চুরি সহ যাবতীয় সামাজিক অপরাধ কমানোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
বাড়তি ব্যাবস্থা হিসেবে প্রতিদিন সন্ধ্যা থেকে শহরে চলাচলকারী গাড়ি এবং বহিরাগত গাড়ির উপর বিশেষ নজর এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রমে আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন এতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
দেশ যুগান্তর/হারুন