জামাল উদ্দীন,কক্সবাজার প্রতিনিধি: ময়মনসিংহ আঞ্চলিক পাস করতে গিয়ে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক-যুবতীকে আটক ঘটনা ঘটে। আটক রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা কেম্পের বসবাস রত ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাসিমা (২১) ও সাঈদ (২৬)। তারা তারা স্বামী স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করতে এসেছিলেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর মিডিয়া তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৯ তারিখ স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট করতে আসে। এসময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে তাদের আটক করে আটক করে পাসপোর্ট অফিসের লোকজন। পরে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।