সুনামগঞ্জের ছাতকে চোরাচালান ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগের আব্দুল গাফফার ও মুন্তাকিম গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ ও ছাতক সড়ক আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। চোরাকারবারি দুজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ ও ছাতক সড়কে তকিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৩ টায় ভারতীয় পেয়াজ ভর্তি ট্রাক ছাতক থেকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট হয়ে সিলেটে যাবার পথে স্থানীয় ছাত্রলীগ নেতা আবদুল গাফফার গ্রুপের নেতাকমীরা আটক করার চেষ্টা করে এবং মুন্তাকিমের নেতৃত্বে আটককৃত চোরাচালান মালামাল ছেড়ে দিতে গিয়ে সিলেট সুনামগঞ্জ মহা সড়কের গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে হাবিবুর রহমান বাবলু ও মুন্তাকিমের মধ্যে রাত সাড়ে ৩ টায় গোবিন্দগঞ্জ এলাকা হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল গাফফার গ্রুপের বাবলু, মাহবুর, আরশ আলী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ভোর রাতে ঘটনাস্থল থেকে ভারতীয় পিয়াজ ভর্তী ট্রাক ও চালকসহ দুজনকে আটক করে। এ ঘটনার জের ধরে দু গ্রুপেব মধ্যে মঙ্গলবার সকালে ও বিকালে দু দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজারে কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ফালু মিয়া (২৬) সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রায়হান আহমদ সুমন (৩৪)কে ১শত ৪০ বস্তা পেয়াজ সহ পুলিশ তাদেরকে আটক করেছে। থানা পুলিশ জানায়, সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সাদা পুলের মুখ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকে করে ভারতীয় পিয়াজ পরিবহন করে। তাদের নিকটে থাকা ট্রাক তল্লাশি করে ৬ হাজার ১৩২ কেজি (১৪০ বস্তা) ভারতীয় পিয়াজ ও পিয়াজ ব্যবহৃত ট্রাক জব্দ করে। উদ্ধারকৃত ভারতীয় পিয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয় জব্দকৃত ভারতীয় পিয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনার জের ধরে আবারো মঙ্গলবার সকালে মুন্তাকিম বাড়িতে গিয়ে গাফফার মিয়া গ্রুপের নেতাকমীরা গালাগালি করেছিল। এ পরে বিকালে ৫ টায় মুন্তাকিম গ্রুপের নেতা-কমীরা গাফফার’র বাড়িতে দেশীয় আস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলা প্রতিরোধ করতে গিয়ে দু গ্রুপের মধ্যে আধা ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ঘটনা ঘটেছে। এ সময় পথচারি সহ ৭জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ খবর পেয়ে ছাতক থানার তদন্ত (ওসি) মোহাম্মদ সোহেল রানা, এস আই শফিকুল ইসলাম,পংকজ ও সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় মুন্তাকিম গ্রুপের নেতাকমীরা গাফফারের বিরুদ্ধে গালাগালি করে বিক্ষোভ মিছিল করে। এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম আটকের সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল থেকে দু’জন সহ ট্রাক আটকের কথা বলেন। এদিকে রাত সাড়ে ৩ টার সময় দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।##
সিলেট প্রতিনিধি