শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

মাধবপুর উপজেলার বৃদ্ধ স্বামী স্ত্রী কে নিজের বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ভূমি খেকোদের।

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা( নয়াহাটি) গ্রামের বৃদ্ধ স্বামী ও স্ত্রী সুভাষ রঞ্জন চৌধুরী এবং ঊষা রানী চৌধুরী’র একমাত্র বসতবাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে একদল ভূমি খেকো কুচক্রী মহল। সরজমিনে গিয়ে জানা যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা নয়া হাটি গ্রামের মৃত জমিদার সুরোজ বিকাশ চৌধুরী’র পুত্র বধূ সাব কাবলা দলিল মূলে দলিল নং ৩০৪৭/১৯৮০ইং তারিখে ক্রয় যুত সত্ত্বে। মালিক ও দখল কার থাকা অবস্থায়। গত সেটেলমেন্ট জরিপে উনার নিজ নামে রেকর্ড করে। বর্তমান বিএস খতিয়ান ১১৯ বিএস দাগ নাম্বার ৮১,৮২,৮৩,৮৭,এ যাবত ভোগ দখলে বিদ্যমান থাকা অবস্থায়। কিছুদিন যাবত একদল ভূমি খেকো ঊষা রানী চৌধুরী কে বাড়ি থেকে উচ্ছেদ করে উক্ত জমি দখল করার পায়তারা চালাচ্ছে। অভিযোগ উঠে যে প্রায় দুই বছর আগে ভূমি খেকো কুচক্রী মহলের সদস্যরা ঊষা রানীকে মধ্যরাতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় ঠিক একই ভাবে গত মঙ্গলবার রাজমিস্ত্রি হরিপদ সরকারকে। ভাঙ্গা বাড়ি মেরামত করার জন্য আনা হলে। আবার পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগি ঊষা রানী চৌধুরী কে বাড়ি থেকে উচ্ছেদ ও বাড়ি মেরামত করতে বাধা দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হোসেন এ বিষয়টি অস্বীকার করেন। ভুক্তভোগি ঊষা রানী চৌধুরী বাদী হয়ে। মাধবপুর থানায় একই গ্রামের মৃত পরেশ পালের ছেলে, শংকর পাল সুমন, কানুপালের ছেলে জ্যোতির্ময় পাল (গোপাল) মৃত কার্তিক দাসের ছেলে আবু দাস, মৃত শচীন্দ্র দেবের ছেলে তাপস দেব, এবং পূর্ব তেলিয়াপাড়ার মৃত গিরিশ রায়ের ছেলে অনিল রায়। এদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।#

 

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102