ছাতকের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছাতক জালালিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বয়ে গেল আনন্দ বেদনা আর পুরস্কারের আনন্দঘন পরিবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শিক্ষা পরিবারের সফল মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়। সভায় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রথম অবসর গ্রহণকারী বিদায়ী শিক্ষক আব্দুল কবির সাহেব, দীর্ঘ ২৮ বছরের সফল কর্মজীবন কৃতিত্বের সাথে সমাপ্ত করেন। বুধবার সকালে বিদায়ী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা ওনার সুস্থতার সহিত সুদীর্ঘ নেক হায়াত ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জিয়া উদ্দিন আদনান’র সভাপতিত্বে ও প্রভাষক হযরত মাওলানা আলী আসগর খান ও শিক্ষার্থী শাকিল তারেকের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আহাদ, বিদায়ী সংবর্ধিত অতিথি শিক্ষক আব্দুল কবির, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছালাম, মাওলানা আবু জাহিদ নোমান, প্রভাষক বেলাল আহমদ, উসমান গনী, আহমদ উল্লাহ, রাইসুল ইসলাম আসাদ, দেলোয়ার হোসেন, শাহজাহান আলম, সহকারী শিক্ষক রাবেয়া বেগম, আব্দুল আওয়াল, মনিরুল ইসলাম, আওলাদ হোসেন, মাহবুবুর রহমান পারভেজ, গিয়াস উদ্দিন, সাহেদ আহমদ, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন। আগত সকলের প্রতি প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিদায়ী শিক্ষকের প্রতি অবনতচিত্তে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে, আসন্ন দাখিল ২০২৪ ইংরেজির পরীক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মিলাদ ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ সাহেব। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দাখিল পরিক্ষার্থী আহবাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিক্ষার্থী আশফাকুর রহমান, ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন জুবায়ের আহমদ। #
সেলিম মাহবুব,সিলেটঃ