কক্সবাজারের রামু ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ জন আসামীসহ ১,৮৯,১৯,৯৮০/- টাকা মূল্যের ২৪ (চব্বিশ) টি (১৯৯৩.৭০ গ্রাম) স্বর্ণের চুড়ি উদ্ধার*
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, আর্ন্তজাতিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মরিচ্যা যৌথ চেকপোষ্ট অতিক্রম করতে পারে। এতদপ্রেক্ষিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। যার প্রেক্ষিতে আনুমানিক ১৫০০ ঘটিকার সময় একটি সিএনজি তল্লাশীকালে একজন যাত্রীর আচরণ সন্দেজনক হওয়ায় তাকে সিএনজি হতে তল্লাশীর জন্য নামানো হয়। পরবর্তীতে সিএনজি যাত্রী উলায়িং রাখাইন (৩৯), পিতা-সুইছিন রাখাইন, গ্রাম-উত্তর মগপাড়া, ডাকঘর-চৌফলদন্ডী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশী করা হলে তার হাতে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ১,৮৯,২১,৪৮০/- (এক কোটি ঊননব্বই লক্ষ একুশ হাজার চারশত আশি) টাকা মুল্যমানের ১৯৯৩.৭০ গ্রাম ওজনের ২৪ (চব্বিশ) টি স্বর্ণের চুড়ি এবং ১,৫০০/- টাকা মূল্যের ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করতঃ রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১,৮৯,২১,৪৮০/- (এক কোটি ঊননব্বই লক্ষ একুশ হাজার চারশত আশি) টাকা, ধৃত আসামী ০১ জন।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান।#
জামাল উদ্দিন, কক্সবাজার