র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ০৪নং রাজাপালং ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ মধুরছড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারী রাত সাড়ে দশটার দিকে র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিকদল ঐ স্থানেএকটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের তল্লাশী করে ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৩। গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় :
১) মোঃ জোবায়ের (২৫) (রোহিঙ্গা), পিতা-আব্দুল মোনাফ, সাং-ক্যাম্প-৪, ব্লক-সি/২৭, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২) শফিউল্লাহ (২৪) (রোহিঙ্গা), পিতা-হামিদ হোসেন, সাং-ক্যাম্প-২০ (এক্সটেনশন), ব্লক-এস/৩, বি/৪, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) এর গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে এবং তা আরসার গান গ্রুপের নিকট সরবরাহ করতো। এছাড়া গ্রেফতারকৃতরা রোহিঙ্গা ক্যাম্পসহ স্থানীয় এলাকার বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট আগ্নেয়াস্ত্র বিক্রয় করে আসছিল বলে জানায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।#
জামাল উদ্দীন- কক্সবাজার