আলমগীর হেসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।
প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়। বুধবার সকাল ৯ টা সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সময় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলা, দৌড় প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙ্গা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ , মুরগীর লড়াই, ব্যাঙ লাফ, দড়ি লাফ, বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীরা খেলা অংশ গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য, ভাষা শহীদদের স্বরণে কবিতা পরিবেশন করে। এ সময় উপস্থিতি ছিলেন সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, লক্ষ্মীপুর বিআরডিবি চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মামুনুর রশিদ, প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষিকা ফরিদা আক্তার মিনু, সাজেদা আক্তার, আমেনা খাতুন, নাছরিন আক্তার, ফারজানা আক্তার, লিমা দাস সহ সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।