সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সূর্যদয়ের সাথে সাথে ছাতক উপজেলায় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা খালি পায়ে পদযাত্রার মাধ্যমে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে রাত ১২-০১ মিনিটের সাথে সাথে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র, ছাতক পৌরসভা, ছাতক উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ছাতক পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী, কনকচাঁপা খেলাঘর ছাতক শাখা, ফারিয়া ছাতক, স্কুল ওয়াইসহ বিভিন্ন সামাজিক সংগঠন। ১৯৫২ সালে এইদিনে মাতৃভাষার রক্ষার্থে বাংলার আপামর ছাত্র সমাজ ও বিভিন্ন পর্যায়ের এদেশের দামাল ছেলেরা নিজের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে দেয়। পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করার যে চক্রান্ত করেছিল, তার প্রতিবাদে রাষ্ট্র ভাষা বাংলা চাই বলে রাজধানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও সারা দেশে ভাষা আদায় করার জন্য আন্দোলন শুরু হয়। এবং মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ১৯৫২সালে একুশে ফেব্রুয়ারি সারাদেশে এই আন্দোলন হয়। এর সুবাদে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জোর দাবি তোললে, সারা পৃথিবী জুড়ে এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।##
সেলিম মাহবুব,সিলেটঃ