রায়পুরের বামনী ইউনিয়নে বন্যার পানিতে প্লাবিত হওয়া এলাকার দূর্গত মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
শনিবার (৩১আগস্ট) সকালে বামনী ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার মন্জুল কবির বিএসসি এর সভাপতিত্বে খায়ের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ ও ৭নং ওয়ার্ডের বন্যার্ত মানুষের মাঝে জামায়াতের পক্ষ থেকে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা জামায়াতে ইসলামীর এ নেতা।
জেলা জামায়াতের আমীর মজলুম জননেতা মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, বন্যাদুর্গত মানুষদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতাকর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। বন্যার শুরু থেকে জামায়াত- শিবিরের নেতা-কর্মীরা বন্যার্তদের পাশে ছিলেন। যত দিন এ দুর্যোগ থাকবে, তত দিন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগিতা করবে আমরা কোন ত্রান দিতে আসিনি। কিছু হাদিয়া দিতে এসেছি উপহার হিসাবে। আমরা ইতোমধ্যে চিকিৎসাহীন মানুষের জন্য মেডিকেল টিম গঠন করে বিভিন্ন স্পটে চিকিৎসা ও ঔষধপত্র দেওয়ার ব্যবস্থা করেছি। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন করার বিষয়েও আমরা উদ্যোগ গ্রহণ করেছি।
এসময় রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আব্দুল আউল রাসেল, বামনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন, জামায়াত নেতা ইন্জিনিয়ার গিয়াস উদ্দীন, ইউসুফ পাটওয়ারী, ওসমান গনি, আবু আনসার, মাসুম বিল্লাহ ও ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আরমান হোসেন, শিবির নেতা রাসেল উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াত ও শিবিরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরজে