লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউপির অন্যতম একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন”মধ্য সাগরদী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে রায়পুর মা-মনি হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টা থেকে মাগরিব পর্যন্ত পরিষদের কার্যালয়ে প্রায় অর্ধশত রুগী দেখেন মা- মনি স্পেশালাইজড হাসপাতাল (প্রাঃ) এর ডাক্তার নজরুল ইসলাম।
এসময় উক্ত হাসপাতালের পরিচালক অভি সঞ্জয় ও ম্যানেজার এবং মধ্য সাগরদী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর পরিচালক, সভাপতি, সেক্রেটারিসহ পরিষদের সকল পর্যায়ের দায়িত্বশীল, সদস্য ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিষদের সহপরিচালক মাওলানা ইমরান বিন নাজির বলেন, আমরা ইতোপূর্বে বন্যার্তদের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও আশ্রয় কেন্দ্রে থাকা এবং বাড়ি বাড়িতে রান্না করা খাবার বিতরণ করেছি। আজকে মা-মনি হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। এখান থেকে অস্বচ্ছলদের বাচায় করে ঔষধ প্রদান করা হবে। এলাকার উন্নয়নমূলক আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে। ইনশাআল্লাহ।
দেশ যুগান্তর/ আরজে