বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

 

রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর চরপাতা ইউনিয়নে যুবদল নেতা ইকবাল পাটোয়ারী’র নেতৃত্বে সৌদি প্রবাসীর ক্রয়কৃত জমি তার এক আত্মীয়কে দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিউটি বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী আবুল বাসার সবুজ বেপারীর সাবকবলা করা জমিতে আমরা বসতঘর নির্মাণ করি। একই জমিতে রাস্তা নির্মাণ করলে বিএনপি নেতা ইকবাল পাটোয়ারী আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমাদের ক্রয়কৃত জমি তার প্রতিপক্ষ কে জবর দখল করে দেয়। আমরা ঘটনাস্থলে আসলে আমি ও আমার দুই সন্তানকে রাতের অন্ধকারে গৃহবন্দী করে পুড়ে মারার হুমকি দেয়।

ভুক্তভোগী বিউটি পশ্চিম চরপাতা ১নং ওয়ার্ডের আর্জন আলী বেপারী বাড়ির সৌদি প্রবাসী আবুল বাসার সবুজ এর স্ত্রী। অভিযুক্ত ইকবাল পাটওয়ারী পৌরসভার কর্মচারী, রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য।

ভুক্তভোগী বিউটি আরও জানান, গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে আমাদের দখলীয় সম্পত্তি যুবদল নেতা ইকবাল এর নেতৃত্বে মাঈন উদ্দিন (৩৫), পারভীন আক্তার (৪৫), উম্মে জোবেদা (২৭), মোঃ শরীফ (৪৫), জেসমিন আক্তার (৩৮), মারজিয়া আক্তার (৫০) সহ আমার ঘর বাড়ি, বাউন্ডারি ভাংচুর করে। এসময় হাবীব নামে এক স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তার ব্যবহ্নত মোটরসাইকেল ভাংচুর করে এবং আমাদেরকে মেরে জমিতে পুঁতে ফেলার হুমকি দেয়। বিউটি বেগম অভিযোগে বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। বাড়িতে কোন পুরুষ নেই। আমার স্বামী ২২ জানুয়ারি ২০২৩ সালে আমাদের পুরাতন বসত বাড়ির সামনে ৪ শতাংশ জমি ৯ লক্ষ টাকায় ক্রয় করে সেই জমিতে একটা ঘর করি। পরবর্তীতে চলাচলের জন্য রাস্তা ও বাড়ির সীমানায় বাউন্ডারি দেই। কিন্তু জোর করে বিএনপি নেতা ইকবালের নেতৃত্বে ঘর ভাংচুর করে দখল করে নেয়।

এবিষয়ে অভিযুক্ত যুবদল নেতা ইকবাল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে, ইকবাল মাফিয়া স্টাইলে সাংবাদিককে বলেন, তুই দালালি করিস। কে দিয়েছে তোকে এত সাহস? আমাকে জিজ্ঞেস করার তুই কে? তুই কী থানা? তুই কি চেয়ারম্যান? তুই কী মেম্বার? তুই দালালি করিস বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন। “

ঘর ভাংচুরের সত্যতা স্বীকার করে অভিযুক্ত পারভীন বেগম বলেন, ” ইকবাল পাটোয়ারী আমার বোন জামাই, সেই সূত্রে সে আমাদেরকে সাহায্যে করছে। আমি নিজেই বিউটির ঘর ভাংচুর করছি। ”

এবিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু বলেন,” সঠিক কী হয়েছে সত্যিটা যাচাই করে নিউজ করেন।

এস.এম/দেশ যুগান্তর

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102