লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে উপহার হিসাবে ধানের চারা ও নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। নগদ টাকা ও ধানের চারা পেয়ে খুশি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর, রায়পুর ও কমলনগর উপজলায় বন্যায় ক্ষতিগস্ত কৃষকদের মাঝে এসব ধানের চারা ও টাকা বিতরণ করেন সেনাবাহিনী।
এ সময় লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমেদ, রায়পুরে দায়িত্বরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোরশেদ ও রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা সোহানুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য, রেডক্রিসেন্ট ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে মেজর জিয়া বলেন, এ অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে দীর্ঘদিন পানি জমে থাকায় কৃষকদের আবাদকৃত ফসল নষ্ট হয়ে যায়। তাই আমাদের এক দিনের বেতন দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি কৃষকেরা এতে উপকৃত হবেন।
দেশ যুগান্তর/হারুন