গত ১৭বছর হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে আজ পযর্ন্ত বেঁচে আছি। রামজানে ঠিকমত সেহরী খেতে পারিনি, ঘুম তো দুরের কথা পরিবার পরিজনকে পর্যন্ত সময় দিতে পারিনি। সব কিছু পেরিয়ে আজ আপনাদের মাঝে আসতে পেরেছি।
শনিবার দুপুরে রায়পুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন লক্ষ্মীপুর -২ আসনের সাবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়া৷
তিনি বলেেন, গত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে রায়পুরে তেমন কোন উন্নয়ন হয় নাই, কয়েকজনের পকেট ভারি হয়েছে, আমি সাংসদ থাকা অবস্থা যে উন্নয়ন করেছিলাম তা এখনো আছে, রায়পুরের সাধারণ জনগন এখনো বিএনপিকে অন্তরে রেখেছে৷ সবাইকে চোখ-কান খোলার রাখা’র আহবান জানান তিনি।
এই সময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি এ.বি.এম জিলানী, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নাজমূল ইসলাম মিঠু, উপজেলা যুব দলের সভাপতি সফিকুল আলম আলমাস।
সেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল সহ রায়পুর প্রেসক্লাবের ৪২ জন সদস্য উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/হারুন