শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি ফরিদগঞ্জে দূর্নীতিবাজ ইউপি সচিব শামিমের বিচার চেয়ে বিক্ষোভ রায়পুরে অবৈধভাবে বালু উত্তলন, চারটি ড্রেজার জব্দ করে যৌথবাহিনী! ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার আসামি দিদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত  তারুণ্যের আয়োজনে নাইট শর্টপিছ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিক্টোরি, রানার্সআপ কয়াল বাড়ি একাদশ রায়পুর পৌর জামায়াতের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত রায়পুরে সাবেক যুবলীগ নেতা আটক! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন রাশেদ আমিন জামায়াতের আমীরের আগমনে ‎রায়পুরে লিফলেট বিতরণ

পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা প্রাণনাশের হুমকি !

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার দেখা হয়েছে

,

 

 

পটুয়াখালী করিম মৃধা কলেজের সমাজ কল্যান বিভাগের প্রফেসর মোঃ দেলোয়ার জাহান এবং গলাচিপা উপজেলার গলাচিপা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় অভিযোগের এস এল নম্বর ৪১৬৪/২৪ তারিখ ২৯/৯/২০২৪। থানায় অভিযোগপত্রে উল্লেখ করেন যে,মোঃ ফোরকান অহমেদ,মোঃ জসিম উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ নজির মৃধা, মোঃ ঈমানুল ইসলাম, আঃ জব্বার মৃধাসহ ১৩ জনের সমন্বয়ে ২০২৩ সালের ১৮/০৪/২৩ এবং ৩০/০৭/২৩ তারিখের ৩১৯৪,৩১৯৫,৬৭০১৭ নং সাব কবলা দলিলমুলে ১১.৫০ শতাংশ জমি ক্রয় করেন। ১লা আগষ্ট জমির চারপার্শ্বে ঘেরা দাতাদের পূর্বাক্ত বাউন্ডারি ওয়ালের কিছু ভাংগা অংশের কাজ করিতে গেলে মোঃ জাকির হোসেন ও মোঃ দেলোয়ার জাহান এর নের্তৃত্বে কতিপয় স্থানীয় সংঘবদ্ধ সন্ত্রাস টাইপের লোকজন বাধার সৃষ্টি করে। ৫ আগষ্ট সরকার পতনের রাতে মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের জমিতে থাকা টিনের ঘরসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

 

এমনকি বর্নিত লুটের দৃশ্য পাশ্ববর্তী আনোয়ারা আঃ লতিফ হাফিজিয়া মাদ্রাসার সিসিটিভি ফুটেজে রয়েছে বলে জানান। এ প্রেক্ষিতে উভয় পক্ষ দুইজন উকিলের সমন্বয়ে মীমাংসার জন্য এ্যাভোকেট মোঃ মিলন চোধুরীর চেম্বারে হাজির হয়। দলিল পত্রাদি দেখে এ্যাভোকেট মোঃ মিলন চোধুরী ও এ্যাভোকেট মোঃ নাজমুল হক আইনি মতামত মোঃ ফোরকান আহম্মেদ গং দের পক্ষে প্রদান করেন।

 

পরবর্তীতে মোঃ ফোরকান আহম্মেদ গং ২৭/০৯/২৪ ইং তারিখে বাউন্ডারি ওয়ালের কাজ করিতে গেলে মোঃ জাকির হোসেন, মোঃ দেলোয়ার জাহান, মোঃ মাহবুব হোসেন, মাজদো বেগমসহ ১০-১২ জন লোক কাজে বাধার সৃষ্টি করে, হুমকি দেয় এবং লেবারদের হাত থেকে মালপত্র কেড়ে নেয়, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এমনকি বিভিন্ন লোক মারফত টাকা-পয়সা দাবির বিষয়টি অভিযোগে উল্লেখ করেন। তাদের চাহিত মত চাঁদা পরিশোধ করলে তারা আর বাধার সৃষ্টি করবে না বলে জানান । মোঃ জাকির হোসনে একজন ধুরন্দর প্রকৃতির লোক, বিভিন্ন সময় নিজেকে সচিবের বন্ধু, রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বেড়ায়। মোঃ দেলোয়ার জাহান, করিম মৃধা কলেজের একজন শিক্ষক পরিচয়ে ছাত্রদের দ্বারা নির্যাতনের ভয়ভীতি দেখান। মোঃ মাহবুব হোসেন একজন নির্বাচন কর্মকর্তা পরিচয় দেন এবং পুলিশের ডিআইজি ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির ভয়ভীতি প্রদর্শন করেন। বিবাদীদের চাহিদা মত টাকা না দিলে তারা প্রান নাশের হুমকি দেন এবং তাদের সম্পত্তি হতে উৎখাত করবেন বলে জানান।

 

 

মোঃ ফোরকান আহমেদ অভিযোগ পত্রে উল্লেখ করেন যে,বর্নিত জমির হোল্ডিং নাম্বার, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাষণের সকল তথ্যাদি পটুয়াখালী পৌরসভা থেকে তাদের নামে প্রদান করা হয়েছে। বর্নিত জমিতে বহুতল ভবন নির্মানের বিষয়টি অবগত হওয়ার পর জাকির গং চাঁদার জন্য উৎপাত শুরু করে। তারা কতিপয় সরকারি চাকুরিজীবি হওয়ায় জাকির গং চাঁদার জন্য এসব প্রতিবন্ধতা সৃষ্টি করতেছে।

 

 

মোঃ ফোরকান আহম্মেদ জানান যে, দলিল দাতাগন ১৯৬৮ সাল থেকে বাউন্ডারি ওয়াল দিয়ে জমিতে ভোগ দখলে রয়েছেন । শুধুমাত্র চাঁদার টাকার জন্য বিভিন্নভাবে তাদের হয়রানি করা হচ্ছে ।

 

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ,বাংলাদেশ সেনাবাহিনী ,পটুয়াখালীতেও অভিযোগ দেয়া আছে। বর্নিত চাদাবাজির বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন।#

 

ইয়াসিন আরাফাত জাবের,  পটুয়াখালী

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102