রায়পুর( লক্ষ্মীপুর ) প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুপারী পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য প্রথমে লক্ষ্মীপুর, অবস্থা অবনতি হওয়ায় ঢাকা রেফার্ড করা হয়েছে।
স্হানীয় সূত্রে জানাজায় গত ২০ অক্টবর রবিবার উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাখালি ব্রিজ সংলগ্নে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন– ৮নং চরবংশী ইউপির ৩নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল বকাউল (৫৫),সুরিয়া বেগম (৪৫),রিনি বেগম,সুরাইয়া বেগম,সেলিনা বেগম,ও ইয়াসিন বকাউল।উন্নত চিকিৎসার জন্য প্রথমে লক্ষ্মীপুর, অবস্থা অবনতি হওয়ায় ঢাকা রেফার্ড করা হয়েছে আহতদেকে ।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে চর লক্ষ্মী গ্রামের ইসমাইল বকাউল ও প্রতিবেশী আবুল কালাম মেলকার মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল কালাম এর ছেলে মাসুদ রানা ও তার লোকজন ইসমাইল বকাকলের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীদের বাধা দিলে ইসমাইল বকাকলার পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এবং বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এবং আসাংখা জনক অবস্থা একজনকে ঢাকায় ও অন্য জনকে মাইজদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ইসমাইলের মা কেঁদে কেঁদে সাংবাদিকদের বলেন খুনিরা আমর ছেলেসহ সবাইকে মেরে ফেলার উদ্দেশ্যে মারাত্মকভাবে ধাঁড়ালো সেনি দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে গুরুতর আহত করেছে। আমার ছেলে ইসমাইল এখন মৃত্যুর শয্যা তার মাথায় এবং পিঠে একশোর উপরে সিলি রয়েছে ।সে বাঁচবে কিনা আল্লাহই ভালো জানে আপনাদের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই । আমরা অসহায় মানুষ আমাদের দিকে আপনার একটু দেখেন আমাদেরকে কিভাবে তারা অত্যাচার করেছে আমাদের বাড়িঘর কিভাবে লুট করেছে।
প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আবুল কালাম বলেন, ‘আমরা হামলা করিনি, প্রতিপক্ষের লোকজনই হামলা করেছে। তাদের লোকজন মিথ্যা ব্যান্ডিস-টেন্ডিস করে এখন হাসপাতালে ভর্তি হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বিরোধপূর্ণ জমির গাছ থেকে সুপারি পাড়া কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লোকজনই হাসপাতালে আছেন।আহত পক্ষ থানায় মামলা দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।১/২/৩ গ্রেফতার হয়েছে।
এস.এম /দেশ যুগান্তর