বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪০ বার দেখা হয়েছে

মো: নজরুল ইসলাম উজ্জ্বল ইতালি বিসিনজা প্রতিনিধি : ইটালি ভিস্নেজা প্রবীণছের পৌর মনতেক্ষিও কমুনের এই প্রথম বাংলাদেশী কমেনেটির বাংলা দেশি বংশধুত জনাব মোঃ ওলি মিয়া পৌর কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন। গত জুন মাসের ২০২৪ সালে পৌর নির্বাচনে (P D) নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করেন।

প্রবাসী বাংলাদেশী দেশীদের জন্য সুযোগ- সুবিধার জন্য তিনি অনেক কাজ করেছেন।

উনার উল্লেখযোগ্য কাজের মধ্যে হল, প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে কমুনির প্রধান দরজা খোলা রাখার ব্যবস্থা করেছেন। এবং বাসা বাড়ির আলোজ্য সংক্রান্ত পৌরসভার যে একটা জটিলতা ছিল তাহা উনি সহজ ভাবে উপস্থাপন করেছেন। তিনি এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের শুরুতে আইন পাশ হবে। যা বাঙালি কমিউনিটি ও সকল বিদেশিদের মধ্যে স্বস্তিতা বিরাজ করছে।

পৌর কাউন্সিলর ওলি মিয়া আজকের মতবিনিময়ের সভায় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করেছেন মত বিনিময় সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের।

ইতালিয়ান পাসপোর্ট এর শপথ গ্রহণ করতে পৌরসভার বিগত আমলে কমপক্ষে ছয় মাস লাগতো।

এখন বর্তমানে পৌর কাউন্সিলর অলিমিয়ার বিচক্ষণতা ও দক্ষতার কারণে শপথ গ্রহণ পদ্ধতি ১ থেকে দেড় মাসের মধ্যে করা হবে বলে তিনি জানান। ইতোমধ্যে নির্বাচিত কাউন্সিলর ওলি মিয়া ৫০ জনের ইতালিয়ান পাসপোর্ট এর শপথ গ্রহণ সম্পন্ন করেছেন।

উক্ত মত বিনিময় সভায় প্রবাসী বাঙ্গালীদের সার্বিক অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়। এর মাঝে ব্যাপক সাড়া পেয়েছে মুসলিম কবরস্থানের বিষয়টি। এবং প্রবাসী বাঙ্গালীদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করা হয়।

আজকের এই মতবিনিময় ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিরাজ মজিদ,মাসুম হোসেন, আনফার মিয়া, হাসেম মিয়া, জলিল নুরুল ইসলাম, মহসিন সরকার, রাহিম মিয়া,কালাম, শামিম মিয়া, সুমন মিয়া, ইউসুফ মিয়া, ইকবাল আহমেদ, সিরাজুল ইসলাম, শাকিল আহম্মেদ ও নজরুল ইসলাম উজ্জ্বল।

দেশ যুগান্তর/আরজে

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102