রুহুল আমিন খাঁন স্বপন: যেকোনো বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল গাজী। তারই ধারাবাহিকতায় তার নিজ এলাকা ফরিদগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে অসহায়দের মাঝে বিতরণ করলেন শীত বস্ত্র। ২৩ ই ডিসেম্বর সোমবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো: আমজাদ হোসেন শিপন, সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম নান্টুর উপস্থিতিতে পূর্ব বড়ালী প্রাইমারি স্কুলে এক অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সহ দপ্তর সম্পাদক রাজু পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম, তুহিন, হিজবুল্লাহ পাটোয়ার, এম এইচ নূরনবী নূর, সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য জহির মৃধ্যা, পৌর ছাত্রনেতা তুষার আহমেদ রায়হান সহ প্রমূখ।
বিতরণ কালে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন জানান, রুবেল গাজী একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, সে তার গ্রামে এধরনের কাজ করতে পেরে শান্তি পায়। জাহাঙ্গীর আলম নান্টু জানান, তার সহকর্মী রুবেল গাজীর জনকল্যাণ মূলক কাজকে উৎসাহ দিতে সবসময় তিনি পাশে থাকবেন।
রুবেল গাজী বলেন, আমার জন্য সকলে দোয়া করবেন আমি বিগত দিনে ৮ বার কারাবন্দী ছিলাম। একটি সুন্দর বাংলাদেশ জীবন গড়তে হলে যে যার যায়গা থেকে মানুষের পাশে থাকতে হবে।আমি আমার সাধ্য মতো মানুষের পাশে থাকতে চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতেও মানুষের পাশে থাকতে পারি।
দেশ যুগান্তর/আরজে