লন্ডন প্রবাসী সোলাইমান বিন সিদ্দিকের অর্থায়নে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী।
জামায়াতে ইসলামী ৭নং বামনী ইউনিয়ন শাখার আমীর মাষ্টার মন্জুল কবির বিএসসি এর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ইউনিয়ন জামায়াত নেতা আলতাফ হোসেন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, মাওলানা ওসমান গনি, মাওলানা ইব্রাহিম খলিল, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রায়হান হোসেন, সেক্রেটারি রাসেল হোসেন ও যুব নেতা নাহিদ হোসেন সহ জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বামনী ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার মন্জুল কবির বিএসসি বলেন, লন্ডন প্রবাসী সোলাইমান বিন সিদ্দিক ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক এর বড়ো ভাই। তিনি বামনী ইউনিয়নের সনামধন্য একটি সম্ভান্ত্র পরিবারের কৃতি সন্তান। তিনি আমেরিকা যাওয়ার পূর্বে রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। একজন সমাজ সেবক ও দানশীল ব্যক্তির পাশাপাশি তিনি মানবাধিকার নিয়েও কাজ করছেন। তার অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে বামনী ইউনিয়নের সকল অসহায় পরিবারের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার চেষ্টা করবো।
দেশ যুগান্তর/হারুন