তানভীর হাসান : লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর পৌর শাখা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় পৌর জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা ফজলুল করিম বলেন, এটি শুধু একটি ভাষা আন্দোলনই নয় বরং এটি ভিনদেশী আগ্রাসনের বিরুদ্ধে একটি জলজ্যান্ত উদহারন। এছাড়াও তিনি ভাষা আন্দোলনের অন্যতম মহানায়ক গোলাম আযমকেও স্মরণ করেন।
অনুষ্ঠানটি সর্বশেষ দোয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। এসময় আয়োজনের সঞ্চালক পৌর জামায়াত সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিব ছাড়াও পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাড. কামাল উদ্দীন, সহকারি সেক্রেটারী ফজলুল করিম, শ্রমিক কল্যান ফেডারেশনের পৌর সভাপতি মাওলানা আবুল খায়ের, জামায়াত নেতা নূরুল আমীন দেওয়ান ও কাওসার হোসেন উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরজে