বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

সংবাদ প্রকাশের পর নতুন ঘর পেলেন হেলাল

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে

অবশেষে শেরপুরের ঝিনাইগাতীতে একটি ঘর ভিক্ষা চাওয়া ষাটার্ধ দিনমজুর মোঃ হেলাল মিয়ার ভাগ্য জুটলো সরকারের দেয়া ঘর। ২০২০-২১ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতর আওতায় দিনমজুর হেলালের ঘর নির্মাণের জন্য ২ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

বুধবার ( ২ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের গৃহহীন দিনমজুর মো. হেলাল মিয়ার অসহায়ত্ব নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ‘একটা ঘর ভিক্ষা চান হেলাল!’ শিরানামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেনের নজরে আসে। এরপর প্রকল্প পরিচালকরে নির্দশে ইউএনও রুবেল মাহমুদ হেলালের বসতভিটা পরিদর্শন করে একটি প্রতিবেদন পাঠান। ইউএনও’র পাঠানো প্রতিবেদন দেখে ১ জুন মঙ্গলবার বিকালে ঘর নির্মাণের জন্য ২ লাখ ও নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য ৫ হাজার টাকা বরাদ্দ দেন অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেন।

বরাদ্দের পত্র পাওয়ার পর ইউএনও সন্ধ্যার দিকে হেলালের বাড়িতে যান এবং তার জন্য নতুন ঘর নির্মাণের অর্থ এসেছে বলে জানান। এ সময় হেলাল মিয়া ও তার পরিবারের খাোঁজ-খবর নেন ইউএনও। ঘর পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন হেলাল। তিনি প্রধানমন্ত্রী ও  প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সারা জীবন কষ্টই করে গেলাম। সুখ কী জিনিস জীবনে সেটা বুঝিনি। শেষ বয়সে এসে পাকা ঘরে থাকবো, জীবন কাটাবো।  তিনি আরও বলন, স্ত্রী, ছেলে-মেয়ের জন্য মাথা গাোজার জন্য সরকারের দেয়া ঘর রেখে যেত পারবো এটা ভাবতেই ভালো লাগছে। এখন মরেও শান্তি পাবো। আমাদের মতো গরিবের শেষ আশ্রয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার বছর বেঁচে থাকুন আমাদর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলন, মুজিববর্ষে কোনা পরিবার গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন দিক নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হেলালক নিয়ে সংবাদটি খুব হৃদয়স্পর্শী ছিল। প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেন স্যারের নজরে সংবাদটি আসার পর ঘরের জন্য দ্রুত বরাদ্দ দেন। দ্রুত সময়ের মধ্যেই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

দেশ যুগান্তর/আরজে

 

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102